বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০
walton

নেত্রকোনায় মন্ডপে হামলাকারী যুবককে জেলহাজতে প্রেরণ

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
  ২৫ অক্টোবর ২০২৩, ১৯:৪২

নেত্রকোনা পৌর এলাকার ৯নং ওয়ার্ডের বলাইনগুয়া গ্রামের নবাগত সংঘের অস্থায়ী দুর্গাপূজা মন্ডপে মঙ্গলবার হামলার অভিযোগে একই গ্রামের রুবায়েত হাসান রাসেলকে (৩২) আদালত জেলহাজতে পাঠিয়েছে। মডেল থানা পুলিশ গ্রেপ্তারকৃত রাসেলকে ৩ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করলে তাকে জেলহাজতে প্রেরন করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, পৌর এলাকার বলাইনগুয়া গ্রামের নবাগত সংঘের অস্থায়ী দুর্গাপূজা মন্ডপে একই গ্রামের মৃত শাজাহানের ছেলে রুবায়েত হাসান রাসেলের নেতৃত্বে ১৫-২০জন মঙ্গলবার গভীররাতে অনধিকার প্রবেশ করে হামলা চালায়।

হামলাকারীরা পূজা মন্ডপের সভাপতি রিন্টু রঞ্জন তালুকদারসহ কয়েকজনকে মারধর করে ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ব্যাপারে প্রতিমা বিসর্জনের পর রাতেই নবাগত সংঘের সভাপতি রিন্টু রঞ্জন তালুকদার বাদী হয়ে মডেল থানায় রুবায়েত হাসান রাসেলকে প্রধান আসামী করে অজ্ঞাতনামা ১৫-২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মডেল থানা পুলিশ রুবায়েত হাসান রাসেলকে গ্রেপ্তার করে ৩ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে বিজ্ঞ আদালতে প্রেরন করলে বিচারক তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরনের আদেশ প্রদান করেছেন।

মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, পূজামন্ডপে হামলাকারী রুবায়েত হাসান রাসেলকে গ্রেপ্তার করে ৩ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলহাজতে প্রেরন করেছেন। বাকী আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে