রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

কিশোরগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধি
  ২০ নভেম্বর ২০২৩, ২০:৩১
কিশোরগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার
কিশোরগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

ট্রলির ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার (২০ নভেম্বর) নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের খন্দকার পাড়া এলাকায়।

মৃত্যু বৃদ্ধার নাম আইমোনা (৭০)। সে রনচন্ডী ইউনিয়নের চতুর পাড়া গ্রামের মৃত সমসের আলীর স্ত্রী।

এলাকাবাসী সুত্রে জানা যায়- আজ বুধবার বেলা সাড়ে ৩টার দিক অবিলের বাজারের পাশ্ববর্তী রাস্তার কাজের জন্য একটি ট্রলি বালু নিয়ে যাচ্ছিল। এসময় ট্রলিটি হঠাৎ ব্রেক করে পিছনে নেয়ার সময় ওই বৃদ্ধ মহিলাকে স্বজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুত্বর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ওই বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থানে আসে।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- মৃত্য বৃদ্ধার লাশ তার পরিবারে কাছে হস্থান্তর করা হয়েছে। এ ঘটনায় কিশোরগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। চালক ঘটনাস্থল থেকে দ্রত সটকে পড়েন। ট্রলিটি উদ্ধার করে স্থানীয়দের জিম্মায় রাখা হয়েছে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে