সোমবার ( ২০ নভেম্বর) বিশ্ব শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশন ফেনী জেলার আঞ্চলিক শাখার উদ্যোগে সেন্ট্রাল পাবলিক স্কুল শান্তিধারা মেধাবী শিক্ষার্থীর মাঝে উপকরণ বিতরণ করেছেন।
এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নিজাম উদ্দিন আহমেদ,ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক সবুজ, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের জিলানী, সাংগঠনিক সম্পাদক আরিফুল আলম, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক আব্দুল মোতালেব চৌধুরী,সহ আইন বিষয়ক সম্পাদক মোঃ হানিফ, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ শাহজাহান ভূঁইয়া, প্রচার সম্পাদক আব্দুল গফুর, সহ প্রচার সম্পাদক মোশারফ হোসেন ভূঁইয়া, কোষাধ্যক্ষ শেখ রাসেল, ধর্ম বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন চৌধুরী, সমাপনী বক্তব্যে সভাপতি শিক্ষার্থীদেরকে ভবিষ্যৎ দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। যেমন মা বাবা ও শিক্ষকদের অনুসরণ করার জন্য,পরিবেশ বান্ধব হওয়া এবং ঘরের আশপাশে পরিষ্কার রাখা, নিজের কাপড় চোপড় পরিষ্কার রাখা, কিশোর গ্যাং থেকে দূরে থাকা, চলাচলের সময় রাস্তার এক পাশ দিয়ে হাঁটা, এবং পড়ালেখায় মনোযোগী হওয়া। আগামীতে মেধা তালিকায় আরো ভাল ফলাফল করার আশা ব্যক্ত করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করা হয়।
যাযাদি/ এসএম