ভারতে বসে সরকারি বেতন-ভাতা নিচ্ছেন সঞ্জিৎ বিশ্বাস নামে যশোরের চৌগাছা উপজেলার এক উপসহকারী কৃষি কর্মকর্তা। মঙ্গলবার ২১ নভেম্বর উপজেলার জগদিশপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের কয়েকজন কৃষক এমন অভিযোগ করেন।
এ অভিযোগের সত্যতা নিশ্চিত করে উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন বলেন, তিনি অফিসিয়ালি কোন ছুটি না নিয়েই ভারতে অবস্থান করছেন।
উপজেলার জগদিশপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা সঞ্জিৎ বিশ্বাস অফিসিয়ালি কোন ছুটি না নিয়েই ভারতে অবস্থান করছেন। তার বিরুদ্ধে ভারতে বসে নিয়মিত বাংলাদেশের সরকারি বেতন-ভাতা নেওয়ার অভিযোগ উঠেছে। অফিসকে ম্যানেজ করে তিনি অবৈধভাবে সুযোগ-সুবিধা হাতিয়ে নিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার জগদিশপুর ইউনিয়নের মির্জাপুর, কান্দি, স্বর্পরাজপুর, আড়কান্দি ও জগশিপুর গ্রাম গুলোর দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা সঞ্জিৎ বিশ্বাস।
এ এলাকার কয়েকজন কৃষক অভিযোগ করে বলেন তাকে আমরা চিনি না। তাকে কোন দিন মাঠে দেখা যায়নি। অথচ তিনি এই এলাকার বলে দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে সুযোগ-সুবিধা ভোগ করছেন।
একটি সূত্রে প্রকাশ তিনি বাংলাদেশে সরকারি চাকুরি করেন অথচ তারা স্ত্রী সন্তান সকলেই ভারতে বসবাস করেন। তিনি ভারতের কৃষ্ণনগর পৌর শহরে একটি ৬ তলা বিশিষ্ট বাড়ী করেছেন। মাঝে মধ্যে বাংলাদেশে আসেন বেতন তুলতে।
ভারতে বসেই তিনি নভেম্বর মাসে অক্টোবর মাসের বেতন-ভাতা পেয়েছেন। বিধান অনুযায়ী বেতন পেতে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারী অনলাইনেনিজ নিজ আইডিতে গোপন পার্সওয়ার্ড ব্যবহার করে প্রতি মাসের ২০ থেকে ২৬ তারিখের মধ্যে আবেদন করতে হয়। এর প্রেক্ষিতে তাদের বেতন পরের মাসের ২ থেকে ৫ তারিখের মধ্যে তুলতে পারেন।কিন্তু তিনি ভারতে থাকা অবস্থায় তার ব্যাংক হিসাব নম্বরে অক্টোবর মাসের বেতন-ভাতা পৌঁছে গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেক কৃষকই অভিযোগ করে বলেন, তিনি মাঠে না আসলেও ভারতে বসেই সরকারি সকল সুবিধাদি ভোগ করে চলেছেন।
তবে অভিযুক্ত উপসহকারী কৃষি কর্মকর্তা সঞ্জিৎ বিশ্বাস মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ভারতে অবস্থান করায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন বলেন, তিনি অফিসিয়ালি কোন ছুটি না নিয়েই ভারতে অবস্থান করছেন। এমন খবর আমি শুনেছি। তার হিসাব নম্বরে বেতন-ভাতাও দেয়া হয়েছে সব সঠিক। তিনি দেশে না ফিরলে আগামী মাস থেকে আর তার বেতন-ভাতা দেয়া হবে না। বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে যশোর কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুঞ্জুরুল হক বলেন, বিষয়টি আমার জানা নেই। তদন্ত পূর্বক বিধি মোতাবেক ওই উপ-সহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
যাযাদি/ এম