রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

নেত্রকোনা-১ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন গোলাম রব্বানী

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  ২৮ নভেম্বর ২০২৩, ১৮:২০
নেত্রকোনা-১ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন গোলাম রব্বানী
নেত্রকোনা-১ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন গোলাম রব্বানী

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫৭ নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম রব্বানী।

সোমবার সন্ধ্যায় গোলাম রব্বানী এর নাম ঘোষনা করা হলে তার নির্বাচনী এলাকায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয় ও মিষ্টি বিতরণ করা হয়েছে। গোলাম রব্বানী ১৯৮৫ সালে কলমাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন। পরে ১৯৮৮ সালে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালে তিনি পুনরায় কলমাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

এ আসনে জাতীয় পার্টি থেকে গোলাম রব্বানী ছাড়াও মনানয়ন পত্র সংগ্রহ করেছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যিনর্বাহী কমিটি সদস্য আনোয়ার হোসেন খান শান্ত।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে