নেত্রকোনায় তৃনমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় জাতীয় মহিলার সংস্থার উদ্যোগে বুধবার জেলা শহরের মোক্তারপাড়া পাবলিক হলে উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আকিকুন্নাহার খানম জবার সভাপতিত্বে কর্মশালায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুর রৌফ সরকার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফারজানা পারভীন, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া খান, প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা মুহম্মদ শাহসান হাবীব প্রমুখ।
কর্মশালায় অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধনে ১০ জন সফল উদ্যোক্তাকে প্রকল্পের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
যাযাদি/ এসএম