শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

গোমস্তাপুরে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেপ্তার-৪

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  ০৫ ডিসেম্বর ২০২৩, ১০:১৭
গোমস্তাপুরে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেপ্তার-৪
গোমস্তাপুরে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেপ্তার-৪

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গাঁজা ক্রয়-বিক্রয়ের অভিযোগে ২ জন ও সেবনের অভিযোগে আরো ২ জনসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গত রবিবার দিবাগত মধ্য রাতে জেলার গোমস্তাপুর উপজেলার নন্দীপুর ইউনিয়নের বংপুর এলাকায় অভিযান চালায়। এসময় মাদক ক্রয়-বিক্রয়ের অপরাধে বংপুর গ্রামের ইদুর স্ত্রী মোছা. মর্জিনা (৩০), মৃত গিয়াস উদ্দিনের ছেলে মো. তৌফিজুল ইসলাম (৬০)কে গ্রেপ্তার করা হয়। এছাড়া এনায়েতপুর গ্রামের মো. মফিজ উদ্দিনের ছেলে মো. তরিকুল ইসলাম (৩৩) ও পশ্চিম জগৎ গ্রামের মৃত মন্টু আলীর ছেলে মো. আল আমীন (৩৫)কে মাদক সেবনের দায়ে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ২.৪ কেজি গাঁজা, ২টি মোবাইল ফোন ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় মামলা করা হয়েছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে