রোববার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

বগুড়ায় সাবেক কাউন্সিরের ছেলেকে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি
  ০৬ ডিসেম্বর ২০২৩, ১০:৫৯
আপডেট  : ০৬ ডিসেম্বর ২০২৩, ১১:১৯
বগুড়ায় সাবেক কাউন্সিরের ছেলেকে কুপিয়ে হত্যা
বগুড়ায় সাবেক কাউন্সিরের ছেলেকে কুপিয়ে হত্যা

বগুড়া শহরের নামাজগড়ের সুলতানগঞ্জ সড়কে মঙ্গলবার রাতে আরিফ হোসেন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আরিফ হোসেন বগুড়া পৌরসভার ১৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহুরুল ইসলামের ছেলে। তিনি নামাজগড়ের গোয়ালগাড়ি এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন।

আরিফ হেঁটে গলির সড়ক দিয়ে বাড়িতে যাচ্ছিলেন। দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে গলা ও হাতে কোপ দিয়ে দুটি মোটরসাইকেলে চারজন এবং দুজন দৌড়ে গলিপথ দিয়ে পালিয়ে যায়। আরিফ কিছু দূর দৌড়ে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ ওই এলাকায় তল্লাশি করে ড্রেন থেকে একটি হাসুয়া উদ্ধার করেছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান, অপরাধীদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। কেন এই হত্যাকান্ড তা এখনো জানা যায়নি।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে