ঝিনাইদহের শৈলকুপায় অগ্নিকাণ্ডে বশির হোসেন নামে এক কৃষকের গোয়ালঘর ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার(২৯ জানুয়ারি) বিকালে উপজেলার ধলরাহচন্দ্র ইউনিয়নের মাঝদিয়া গ্রামে। এঘটনায় প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক ওই গ্রামের সমেশ মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, 'কৃষকের বাড়ির পাশে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। এসময় স্থানীয় কিছু ছেলেমেয়ে পটকাবাজি ফোটাচ্ছিল। হঠাৎ গোয়ালঘরে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এসময় স্থানীয়রা এগিয়ে এসে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে মুহূর্তে ভয়াবহ আগুনে পুরো টিনের গোয়ালঘর ভস্মীভূত’ত হয়ে যায়। এতে করে প্রায় ৪ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে দাবি করেন কৃষক বশির।'
শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় কুমার দেবনাথ জানান, 'মাঝদিয়া গ্রামে অগ্নিকাণ্ডে গোয়ালঘর পুড়ে গেছে। তবে আমরা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনে নিষেধ করায় আমরা পৌঁছাতে পারিনি। তবে এ ঘটনায় ক্ষতির পরিমাণ সম্পর্কে বলতে পারবো না।'