শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বিরামপুরে পুলিশ সার্ভিস এসোসিয়শনের উদ‍্যোগে কম্বল বিতরণ  

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
  ৩০ জানুয়ারি ২০২৪, ১৩:১৬
বিরামপুরে পুলিশ সার্ভিস এসোসিয়শনের উদ‍্যোগে কম্বল বিতরণ  

দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়শনের উদ‍্যোগে বিরামপুর থানা পুলিশ কম্বল বিতরন করেছেন।

চলমান শীতে দেশের উত্তর বঙ্গের জেলাগুলোতে শীতের প্রকপ বেড়েই চলেছে। তাপমাত্রা প্রতিনিয়ত ৫.৫ ডিগ্রী থেকে ৭ ডিগ্রীতে অবস্থান করায় কর্তৃপক্ষ শিক্ষাপ্রতিষ্ঠান গুলো বন্ধ ঘোষণা করেছে। শিশু, বৃদ্ধ, ভাসমান জনতাসহ খেটেখাওয়া হতদরিদ্র পরিবারের লোকজন শীতে চরম কষ্টে জীবন যাপন করছেন। শীত নিবারণের উদ‍্যোগ নিয়ে সংগঠনটির পক্ষে দিনাজপুরের এসপি শাহ্ ইফতেখার আহমেদ পিপিএম এর নির্দেশনায় গত কাল বিকেলে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার বিরামপুর রেলস্টেশনে গরিব, অসহায়, দুস্থ‍্য ও ভাসমান শীতার্ত মানুষের মাঝে দুই শতাধিক কম্বল বিতরন করেছেন।

কম্বল বিতরনের সময় ওসি (তদন্ত) মমিনুর ইসলাম, থানার সেকেন্ড অফিসার এসআই এরশাদ মিয়া, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, সাংবাদিক রিপন মানিক চৌধুরী, রেলস্টেশন প্রতিনিধি, সুধীবৃন্দসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়শনের পক্ষে দিনাজপুরের এসপি শাহ্ ইফতেখার আহমেদ পিপিএম এর নির্দেশনায় জেলা সাথে একযোগে বিরামপুরেও দরিদ্র শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরন করা হল।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে