বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
নির্বাচনে অংশ নিতে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

মনোহরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য ৫ প্রার্থী 

ইমরান হোসেন সোহাগ, মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
  ০৫ এপ্রিল ২০২৪, ১৬:২৫
মনোহরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য ৫ প্রার্থী 

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লার মনোহরগঞ্জে চেয়ারম্যান পদে ৫ জন সম্ভাব্য প্রার্থী রয়েছেন আলোচনায়। ইউনিয়ন পরিষদ ছেড়ে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেছেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান চৌধুরী। নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের দৌড়-ঝাপ। নির্বাচন কমিশনের ঘোষনানুযায়ী ৮ মে প্রথম ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে মনোহরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান পাটোয়ারী জানান, তফসিল অনুযায়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে অনলাইনে রিটার্নিং অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারের কাছে ১৫ এপ্রিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল, আপিল দায়ের ১৮ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রত্যাহার ২২ এপ্রিল, প্রতিক বরাদ্দ ২৩ এপ্রিল ও নির্বাচন অনুষ্ঠিত হবে ৮ মে। ভোটগ্রহণ চলবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

এবার চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন এর পাশাপাশি উপজেলা আওয়ামী লীগ এর সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান মজুমদার, উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, টানা ৩বার নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম ও সদ্য পদত্যাগকৃত নাথেরপেটুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান চৌধুরীর নাম শোনা যাচ্ছে। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম এর নামই শোনা যাচ্ছে। এদিকে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষনায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে এখনো কোন প্রার্থীকে মাঠে দেখা যায়নি।

উপজেলা গঠনের পর ৪র্থ বারের মত এখানে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিগত ২০০৯ ও ২০১৪ সালে অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে বিএনপি মনোনীত প্যানেল নির্বাচিত হয়। পরবর্তীতে ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করে। এবার দলীয় প্রতিকে নির্বাচন না হওয়ার ঘোষনায় আওয়ামী লীগেই রয়েছে একাধিক প্রার্থী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান চৌধুরীর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে