সোমবার, ০৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১

আদমজী ইপিজেডের গার্মেন্টসের খাবার খেয়ে ৩'শ শ্রমিক আহত 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৬
আদমজী ইপিজেডের গার্মেন্টসের খাবার খেয়ে ৩'শ শ্রমিক আহত 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের একটি গার্মেন্টসের খাবার খেয়ে ৩০০ শ্রমিক গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার (১ লা ফেব্রুয়ারী) রাতে অসুস্থ্য শ্রমিকদের নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

আদমজী ইপিজেডের নির্বাহী পরিচালক মসিউদ্দিন মেজবাহ বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার ইপিক গার্মেন্টের বাৎসরিক অনুষ্ঠান ছিল। সেখানে দুপুরের খাবারের পর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। সন্ধ্যার পরে শ্রমিকরা অসুস্থ হতে থাকে। পরে তাদের কয়েকজনকে বেপজা হসপিটালে পাঠানো হয়। বাকিদের নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। কারখানার শ্রমিকরা ফুড পয়জনিংয়ে আক্রান্ত হয়েছে বলে খোজ নিয়ে জানা গেছে।

ইপিক গার্মেন্টসের এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে জানান, গার্মেন্টেসের প্রায় ৩০০ শ্রমিক ও তাদের সঙ্গে আসা পরিবারের লোকজন দুপুরের খাবার খেয়ে অসুস্থ হয়ে পরে। তাদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপতাল, নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল, সিদ্ধিরগঞ্জের আলিফ হাসপাতাল এবং প্রোএকটিভ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অনেকের অবস্থা গুরুতর।

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক এসকে ফরহাদ বলেন, ‘আমাদের এখানে ২২ জন অসুস্থ্য শ্রমিককে ভর্তি করা হয়েছে। এছাড়া বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে