বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়িতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি
  ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫৫
খাগড়াছড়িতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

গ্রন্থাগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যে খাগড়াছড়িতে সারাদেশের ন্যায় পালিত হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস।

আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে গ্রন্থাগার দিবসের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।

পরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও জেলা গণগ্রন্থাগারের আয়োজনে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে জেলা গণগ্রন্থাগারের কর্মকর্তা ওয়েন চাকমার স্বাাগত বক্তব্যের মধ্য দিয়ে এক আলোচনা সভা ও পুরস্কার প্রদান করা হয়।

এসময় প্রধান অতিথি মংস্ইুপ্রু চৌধুরী বলেন, বই পড়ার কোন বিকল্প নাই। ছাত্রছাত্রীদের পড়ার অভ্যাস করতে হবে। শিক্ষক অভিভাবককে সচেতন হতে হবে। প্রতিযোগিতা না গিয়ে বই পড়ার সঠিক অভ্যাস করতে হবে।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিলোৎপল খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান, জেলা পরিষদ সদস্য ক্যজরী মারমা, খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক সহযোগী অধ্যাপক মধুমঙ্গল চাকমা, সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুমেধ চাকমা, সাবেক প্রধান শিক্ষক ধর্মরাজ বড়ুয়া প্রমুখ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে