বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১

ধামরাইয়ে লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ধামরাই ( ঢাকা) প্রতিনিধি
  ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২২
ধামরাইয়ে লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকার ধামরাইয়ে লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বাথুলি এলাকার ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- মো. জিয়াউর রহমান (৪০) ও জানিব আলি (৫০)। তারা ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের জয়পুরা গ্রামের বাসিন্দা ববলে জজানা গেছে।

পুলিশ জানায়, দুপুরের দিকে মানিকগঞ্জের একটি গরুর হাট থেকে মোটরসাইকেলে করে জয়পুরার দিকে যাচ্ছিলেন জিয়াউর ও জানিব। মহাসড়কের বাথুলি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মানিকগঞ্জগামী একটি লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই মারা যান তারা গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে