বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

বালিয়াডাঙ্গীতে মাদকসহ দুই যুবক গ্রেফতার

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
  ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪৫
বালিয়াডাঙ্গীতে মাদকসহ দুই যুবক গ্রেফতার
বালিয়াডাঙ্গীতে মাদকসহ দুই যুবক গ্রেফতার

বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক মাদক চোরাকারবারিকে আটক করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।

জানা যায়, গত শুক্রবার রাতে বালিয়াডাঙ্গী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার দুওসুও ইউপির বারঢালী বাজারের জনৈক ফরিদুজ্জামানের চা-নাস্তার দোকানের সামনে ১শ' ১০ পিচ ইয়াবার ট্যাবলেটসহ ২ যুবককে গ্রেপ্তার করেন।

আটককৃতরা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার মথরাপুর এলাকার মহির উদ্দিনের ছেলে আব্দুস সালাম (৩০) ও রহিমানপুর (বল্লাপাড়া) গ্রামের নুর ইসলামের ছেলে আব্দুল মমিনকে (৩৮) ১শ' ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।

এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানার ওসি মো: ফিরোজ কবির জানান, গ্রেফতারকৃত এ দুই মাদক ইয়াবা ব্যবসায়ী ও চোরা কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আসামীদের ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে