শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

বাসাইলে চুরি, মাদক ও ইভটিজিং এর বিরুদ্ধে মতবিনিময় সভা 

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
  ০২ মার্চ ২০২৪, ২০:২৯
বাসাইলে চুরি, মাদক ও ইভটিজিং এর বিরুদ্ধে মতবিনিময় সভা 

টাঙ্গাইলের বাসাইল উপজেলার সদর ইউনিয়নে চুরি, মাদক ও ইভটিজিং এর বিরুদ্ধে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ মার্চ) বিকেলে স্থানীয় মিয়া বাড়ী চৌরাস্তায় বাসাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান মো: সোহানুর রহমান সোহেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজহারুল আমিন বিপিএম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মো: আবু হানিফ সরকার, ঈশ্বরগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম সংগ্রাম, বাসাইল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গৌরাঙ্গ সুত্রধর, সাধারণ সম্পাদক জুলহাজ উদ্দিনসহ আরও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

বাসাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজহারুল আমিন বিপিএম বলেন এলাকাতে মাদক, গরু চুরি ও অন্যান্য অপরাধ বন্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে, এ বিষয়ে আমরা সকলের সহযোগিতা কমানা করি। বাসাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সোহানুর রহমান সোহেল বলেন এলাকাতে মাদক, গরু চুরি ও অন্যান্য অপরাধ দমনে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মাধ্যমে ব্যবস্থা নিতে হবে। তাছাড়া ওসি এ বিষয়ে সহযোগিতা চাইলে তাহলে গ্রাম সরকার এর মাধ্যমে সকল প্রকার সহযোগিতা করা হবে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে