কচুয়ায় ৩দিন ব্যাপী “ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা -২০২৪ শুরু হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) সকাল ১১টায় কচুয়া উপজেলা পরিষদ চত্বরে এক বর্নাঢ্য র্যালীর মধ্যে দিয়ে"ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন”প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের বাস্তবায়নে অনুষ্ঠিত কৃষি প্রযুক্তি মেলায় সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী এতে প্রধান অতিথি হিসাবে মেলা উদ্বোধন করেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফিরোজ আহম্মেদ,কচুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মহসীন হোসেন।অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মামুনূর রশিদ।
এছাড়া উপস্থিত ছিলেন কৃষি সম্পসারণ কর্মকর্তা মোঃ আশফাকুর রহমান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস,কচুয়া উপজেলা পল্লি বিদ্যুৎ এর এজিএম মোঃ নাজমুল ইসলাম সহ কচুয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক ও বিভিন্ন অঞ্চলের কৃষক বৃন্দ।
উক্ত মেলায় ১২টি স্টলে উপজেলার কৃষকরা তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য ও “ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার বিভিন্ন সরঞ্জামাদি প্রদর্শন করেন।উদ্বোধন এর আগে প্রধান অতিথি সহ সকল অতিথি বৃন্দ মেলার সকল স্টল পরিদর্শন করেন।
যাযাদি/ এসএম