শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বিশ্বনাথে ঐতিহাসিক ৭মার্চ উদযাপন

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
  ০৭ মার্চ ২০২৪, ২০:১০
বিশ্বনাথে ঐতিহাসিক ৭মার্চ উদযাপন

নানা কর্মসূচির মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথে ঐতিহাসিক ৭মার্চ উদযাপন করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভাসহ বিভিন্ন সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বক্তারা বলেন, ৭মার্চের ভাষন ছিলো বাঙালীর মুক্তির সনদ। বঙ্গবন্ধুর সে ভাষনে উদ্ভোদ্ধ হয়ে পাকিস্তানি শাসকগোষ্ঠী বিরুদ্ধে বাংলার মানুষ মুক্তিযোদ্ধে ঝাপিয়ে পড়ে। তাঁর এ ভাষণ মুক্তিযোদ্ধাদের শক্তি-সাহস যুগিয়েছে এবং দেশকে স্বাধীন করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে শিখিয়েছে। এখনও দেশে তরে প্রতি কাজে বঙ্গবন্ধুর আদর্শে সোনারবাংলা গঠনে আমরা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তারা আরো বলেন, বাংলা ভাষা ও বাঙালি জাতিকে ধ্বংস করার যে নীল নকশা করেছে তাদের সে নির্যাতন, শাসন-শোষণের ইতিহাস ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে স্পষ্টভাবে ফুটে উঠেছে। এ ভাষণ বায়ান্নর ভাষা আন্দোলন থেকে ১৯৭১ এর মুক্তিযুদ্ধপূর্ব পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ত্যাগের ফসল।

উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার’র সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী মো. আবু সাঈদ’র পরিচালনায় বক্তব্য রাখেন, বিশ্বনাথ থানার ওসি রমা প্রসাদ চক্রবর্তী, উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুর রাজ্জাক, আনসার ভিডিপি কর্মকর্তা আমির হোসেন, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের যুগ্ন-আহবায়ক আলতাব হোসেন।

পরে বঙ্গবন্ধুর ভাষণ, কবিতা গান ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে