শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

রাণীনগর-আত্রাইয়ে গণহত্যা দিবস পালিত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
  ২৫ মার্চ ২০২৪, ১৭:৩৭
রাণীনগর-আত্রাইয়ে গণহত্যা দিবস পালিত

নওগাঁর রাণীনগর এবং আত্রাই উপজেলায় জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। সোমবার বেলা ১১টায় এই দুই উপজেলায় পৃথক পৃথকভাবে দিবসটি পালন করা হয়। এলক্ষে গণকবরে পুস্পস্তবক অর্পণ, আলোচনাসভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

এদিন সকাল ১১টায় আত্রাই উপজেলা প্রসাশনের আয়োজনে সকাল ১১টায় আহ্সানগঞ্জ পুরাতন রেল স্টেশনে গণকবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর পর গণহত্যার শিকার সকল শহিদদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ^াসের সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস,আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইমলাম, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম নাসির উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

অপর দিকে নওগাঁর রাণীনগরে গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ দুলু, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক, এলজিইডির প্রকৌশলী ইসমাইল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাদিরউজ্জামানসহ প্রমূখ উপস্থিত ছিলেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে