বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সিলিং ফ্যানের সাথে ঝুলে ইউপি সদস্যের স্ত্রীর আত্মহত্যা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
  ২৫ মার্চ ২০২৪, ২০:২১
সিলিং ফ্যানের সাথে ঝুলে ইউপি সদস্যের স্ত্রীর আত্মহত্যা
সিলিং ফ্যানের সাথে ঝুলে ইউপি সদস্যের স্ত্রীর আত্মহত্যা

ফরিদপুরের সালথায় আখি আক্তার (২০) নামে এক যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার গট্টি ইউনিয়নের কানাইড় গ্রামে নিজ ঘরের আড়ার সাথে থাকা সিলিং ফ্যান থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত আখি আক্তার গট্টি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. পারভেজ মোল্যার দ্বিতীয় স্ত্রী।

পুলিশ ও নিহতের পরিবার জানান, আগে ইউপি সদস্য পারভেজ মোল্যার প্রথম স্ত্রী ছিল। তার একটি ছেলে সন্তানও রয়েছে। পারিবারিক কলহের জেরে কয়েক বছর আগে প্রথম স্ত্রীর সঙ্গে তার ছাড়াছাড়ি হলে গতবছর একই উপজেলার সোনাপুর ইউনিয়নের বড় বাঙরাইল গ্রামে সাহিদ মোল্যার মেয়ে আখি আক্তার বিয়ে করেন পারভেজ। বিয়ের পর থেকে মাঝে মাঝেই প্রথম স্ত্রীকে নিয়ে আখির সঙ্গে পারভেজের ঝগড়াঝাটি হতো। ধারনা করা হচ্ছে ক্ষোভ থেকে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ ফায়েজুর রহমান বলেন, খবর পেয়ে ওই যুবতীর লাশ উদ্ধার করে আনা হয়েছে। ধারণা করা হচ্ছে, মনের ক্ষোভ থেকে সে আত্মহত্যার মতো পথ বেঁছে নিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে