মাগুরার মহম্মদপুরে বজ্রপাতে দুই যুবকের মৃত্যূ হয়েছে। তারা হলো- উপজেলার কানুটিয়া গ্রামের জামান মীর্জার ছেলে তন্ময় মীর্জা ২২) এবং চরপাড়া গ্রামের আফরান শেখের ওমেদ শেখ (২০)। বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকালে বৃষ্টির সময় আকস্মিক বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
যাযাদি/এসএস