বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

পাকুন্দিয়ায় পুলিশের অভিযানে নগদ টাকাসহ ৪ জুয়ারি আটক

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ২৯ মার্চ ২০২৪, ১৬:২২
পাকুন্দিয়ায় পুলিশের অভিযানে নগদ টাকাসহ ৪ জুয়ারি আটক
পাকুন্দিয়ায় পুলিশের অভিযানে নগদ টাকাসহ ৪ জুয়ারি আটক

কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জামাদি, নগদ টাকাসহ ৪ জুয়ারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত সাড়ে এগারোটার দিকে পাকুন্দিয়া থানাধীন জাঙ্গালিয়া ইউনিয়ন কাজীহাটি হযরত আলীর তালতলার পরিত্যক্ত জমিতে এসআই মোঃ আবু সাদেক, এএসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে অভিযানে চারজন কে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কাজিরহাটি গ্রামে আবুল হাসেম এর ছেলে মোখলেছ (৩৭), নৃপেন্দ্র ছেলে নয়ন (৫২) , মৃত সাইফুল ইসলামের ছেলে সজীব মিয়া (৪০), মৃত হরমুজ আলী ছেলে ফারুক মিয়া (৪২)। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু (পিপিএম) ঘটনার সততা নিশ্চিত করেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে