শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

মেহেরপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

মেহেরপুর প্রতিনিধি
  ০২ এপ্রিল ২০২৪, ১৫:২৬
মেহেরপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ১৭ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসক মো. শামীম হাসানের নেতৃত্বে পাবলিক লাইব্রেরি চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বি, জেলা সমবায় কর্মকর্তার প্রভাষচন্দ্র বালা, জেলা সমাজসেবা অধিদপ্তরে রেজিস্ট্রেশন কর্মকর্তা কাজী আবুল প্রভেশন কর্মকর্তা সাজ্জাদ হোসেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসী কুমার পাল, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান, দারিদ্র বিমোচন সংস্থা নির্বাহী পরিচালক আবু জাফর প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শামীম হাসান।

জেলা সমাজসেবা অধিদপ্তরের রেজিস্ট্রেশন কর্মকর্তা কাজী আবুল মনসুরের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম, ডা. আতিকুজ্জামান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসী কুমার পাল, ফায়েল উদ্দিন আহমেদ, রুপালী খাতুন, এনামুল হক, জন পি বিশ্বাস, ফারুক আহমেদ, শিউলি আখতার , তাসলিমা খাতুন আখিঁ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে