বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

যাকাত নিতে গিয়ে পদদলিত হয়ে নারীর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি
  ০৭ এপ্রিল ২০২৪, ১৪:০০
আপডেট  : ০৭ এপ্রিল ২০২৪, ১৪:৪৬
যাকাত নিতে গিয়ে পদদলিত হয়ে নারীর মৃত্যু
যাকাত নিতে গিয়ে পদদলিত হয়ে নারীর মৃত্যু

রাজবাড়ীতে যাকাতের কাপড় বিতরণের খবর পেয়ে সময়ের আগেই টিনের গেইট ভেঙ্গে ভিতরে প্রবেশের সময় পদদলিত হয়ে অজ্ঞাতনামা এক নারী (৫৫) মৃত্যু হয়েছে।

রোববার সকাল সাড়ে ৬টার সময় রাজবাড়ী জেলা শহরের ভবানীপুর গ্রামের আলহাজ মো. দেলোয়ার হোসেনের বাড়ীতে এ ঘটনা ঘটে।

ব্যবসায়ী আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন বলেন, প্রতিবছর ২৭ রমজান শাড়ি ও লুঙ্গি বিতরণ করে আসছেন। রবিবার সকাল ৭টা থেকে ৩ হাজার শাড়ি ও লুঙ্গি কাপড় বিতরণ শুরু করার জন্য জেলা পুলিশে নিরাপত্তার জন্য আবেদন করা হয়। তবে ফজরের নামাজের পর থেকেই লোকজন জড়ো হতে থাকে। সকাল সাড়ে ৬টার দিকে নির্ধারিত গেইট বাদেই পাশের টিনের গেইটের বেড়া ভেঙে ভিতরে প্রবেশ করে। এতে পদদলিত হয়ে ওই নারীর মৃত্যু হয়েছে। তবে পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে। পরিচয় পেলে তার পরিবারকে সহযোগিতা করা হবে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মো. ইফতেখারুল আলম প্রধান বলেন, নিহত নারীর পরিচয় এখনো মেলেনি। পরিচয় সনাক্ত করতে কাজ করা হচ্ছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে