বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

শতাধিক মানুষ পেল গরুর মাংস

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
  ০৯ এপ্রিল ২০২৪, ২১:৩৫
শতাধিক মানুষ পেল গরুর মাংস
ছবি-যায়যায়দিন

গাইবান্ধার পলাশবাড়ীতে শতাধিক সুবিধাবঞ্চিত অসহায় মানুষের মাঝে গরুর মাংস বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন পলাশবাড়ী স্বেচ্ছা ব্লাড ফাইটার্স।

মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেলে স্থানীয় এস,এম সরকারি মডেল উচ্চ বিদ‍্যালয় মাঠ থেকে এসব মাংস বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান, শিশুকানন প্রি ক্যাডেট এন্ড হাই স্কুলের পরিচালক রুহুল আমিন, সংগঠনের সাধারণ সম্পাদক নাইম ইসলাম ও সাংগঠনিক সম্পাদক তাসফিকুরুর রহমান জিসান প্রমুখ।

আয়োজকরা জানান, ক্রমবর্ধমান ঊর্ধ্বমূল্যের বাজারে ঈদের দিন শতাধিক মানুষকে পরিবারসহ একবেলার জন্য হলেও গরুর মাংস দিতেই এই ক্ষুদ্র প্রয়াস।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে