মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

পটিয়ায় উৎসবমূখর পরিবেশে উৎযাপিত হল বর্ষবরণ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  ১৬ এপ্রিল ২০২৪, ২১:৫১

পটিয়া সম্মিলিত শিল্পী পরিষদের উদ্যোগে উৎসবমূখর পরিবেশে বাংলা নববর্ষ উৎযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ এপিল) দিনব্যাপী এ উপলক্ষে পটিয়া আবদুর রহমান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে চিত্রাংকন প্রতিযোগীতা, কবিতা আবৃত্তি, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দীন ভূঞা জনী। দুপুরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পটিয়ার সংসদ সদস্য ও দক্ষিণ জেলা আ.লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি। পটিয়া সম্মিলিত শিল্পী পরিষদের সভাপতি অনুপম বড়ুয়ার সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর গিয়াস উদ্দিন আজাদ।

বিকেলে চিত্রাংকন প্রতিযোগীতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান চারুকলা সম্পাদক নয়ন দে এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে একক পরিবেশনা করেন অনুপম বড়ুয়া, জাহাঙ্গীর আলম, কনক বড়ুয়া, প্রমথ দাশ, ত্রপা গুহ, মনি পুরোহিত, হাইওয়ান গিটার পরিবেশন করেন সমীর ধর অপু।

সাংস্কৃতিক পরিবেশনায় ছিলেন পটিয়া সম্মিলিত শিল্পী পরিষদ, গর্ন্ধব সঙ্গীত বিদ্যালয়, শিল্পচর্চা সঙ্গীত নিকেতন, সপ্তক সঙ্গীত বিদ্যালয়, গীতল সাংস্কৃতিক একাডেমি, সংগীত নিকেতন, আনন্দধারা সাংস্কৃতিক একাডেমি, সুরবানী সঙ্গীত বিদ্যালয়, ছনহরা পঞ্চরুপা সংগীত বিদ্যাপীঠ, ছায়াবিথী সাংস্কৃতিক একাডেমি, শেখ রাসেল সংগীতাঙ্গন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে