শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

নরসিংদী সদর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৩ প্রার্থী কে কি প্রতিক পেলেন

মাধবদী, নরসিংদী প্রতিনিধি
  ২৩ এপ্রিল ২০২৪, ১৯:০৮
নরসিংদী সদর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৩ প্রার্থী কে কি প্রতিক পেলেন

ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারন নির্বাচন-২০২৪ উপলক্ষে আজ ২৩ এপ্রিল নরসিংদী সদর উপজেলা পরিষদের ৩ পদের বিপরীতে ১৩ জন প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্ধ দেওয়া হয়েছে। আজ সকালে নরসিংদী জেলা নির্বাচন অফিসার ও উপজেলা পরিষদের সাধারন নির্বাচন-২০২৪ এর রিটার্নিং অফিসার মোঃ রবিউল আলম এই প্রতিক বরাদ্ধ ঘোষনা করেন। নরসিংদী সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন ৪ জন স্বতন্ত্র প্রার্থী। চার স্বতন্ত্র প্রার্থীর সীলমান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল বাকির পেয়েছেন আনারস প্রতিক, নরসিংদী জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন পেয়েছেন কাপ-পিরিচ, মহিষাশুরা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জলিল হোসেন পেয়েছেন দোয়াত কলম, নরসিংদী জেলা মহিলা আওয়ামীলীগের সদস্য হালিমা হাবিজ পেয়েছেন মোটর সাইকেল মার্কা প্রতিক। ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৬ জন প্রার্থী। তাদের মধ্যে ওসমান গণি পেয়েছেন তালা, মোঃ ওয়ালিউর রহমান পেয়েছেন মাইক, মোঃ শরিফ মিয়া পেয়েছেন টিউবওয়েল, রেহানুল ইসলাম ভূইয়া পেয়েছেন উড়োজাহাজ, মোঃ মোশাররফ হোসেন পেয়েছেন চশমা ও বর্তমান ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন ভূইয়া পেয়েছেন টিয়া পাখি মার্কা প্রতিক। তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান এর মধ্যে আন্জুমান বেগম পেয়েছেন কলস, সোহানা আক্তার পেয়েছেন ফুটবল ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ সাহিদা বেগম পেয়েছেন হাঁস মার্কা প্রতিক। উল্লেখ্য যে নরসিংদী সদর উপজেলা পরিষদে মোট ১৪টি ইউনিয়ন, ২টি পৌরসভা নিয়ে গঠিত। অত্র অঞ্চলে মোট ৫ লক্ষ ৩৭ হাজার ৫৫৯ জন ভোটার বাস করেন। গত ১৫ এপ্রিলের মধ্যে মনোনয়নপত্র জমা, ১৭ এপ্রিল মনোনয়নপত্র যাচাই বাছাই, ২৩ এপ্রিল প্রতিক বরাদ্ধ হয়েছে ও ৮ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে দলীয় কোন প্রার্থী না থাকায় সবাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছে। যারা নির্বাচনে অংশ গ্রহণ করছে তারা প্রত্যেকেই বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতি করেন। নির্বাচনে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন প্রার্থী নির্বাচন বর্জন করে অংশগ্রহণ করছেনা।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে