শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা

সূর্য্য চক্রবর্তী, কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
  ৩০ এপ্রিল ২০২৪, ১৪:২০
ছবি-যায়যায়দিন

কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা।চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৯ জন প্রার্থী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

পোস্টার,বিলবোর্ডে ছেয়ে গেছে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান। এ ছাড়া হাট-বাজার, চায়ের দোকান ও বিভিন্ন মহলে আড্ডায় জমে উঠেছে নির্বাচনী আমেজ।

এছারাও সোস্যাল মিডিয়া (ফেসবুকে) জমে উঠেছে নির্বাচনী প্রচার ও সমর্থকদের মধ্যে সৃষ্টি হচ্ছে উত্তেজনা।বিভিন্ন ধরনের আক্রমনাত্মক মন্তব্যর মধ্যে দিয়ে প্রার্থীদের প্রচারণায় এগিয়ে রাখছেন সমর্থকরা।

এদিকে কচুয়া উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের সাথে নিয়ে চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা গণসংযোগের পাশাপাশি এলাকার উন্নয়নে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি।

তবে জাতীয় পার্টি,বিএনপি সহ অন্য দলের নেতারা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী না থাকায় দলীয় প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

এদিকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।প্রার্থীরা হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজমা সরোয়ার ঘোড়া প্রতিক,বাগেরহাট জেলা যুবলীগ সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস মটর সাইকেল প্রতিক,বাগেরহাট জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক কে এম ফরিদ হাসান আনারস প্রতিক ও প্রয়াত উপজেলা চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমানের ছেলে ও বর্তমান রাঢ়ীপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসান বাবু দোয়াত কলম প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে ২ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।প্রার্থীরা হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ ফিরোজ আহম্মেদ উড়োজাহাজ প্রতিক,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ সাজ্জাদুল ইসলাম সুমন টিয়াপাখি প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।অন্যদিকে ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন হনুফা খাতুন কলস প্রতিক,মাধবী রানী শীল পূজাপতি প্রতিক ও মোসাঃ ইয়াসমিন আক্তার হাঁস প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে আগামী ৮ই মে প্রথম ধাপে কচুয়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে