বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

মে দিবসের কর্মসূচীতে গরমে শ্রমিকের মৃত্যু

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
  ০২ মে ২০২৪, ০৯:২১
মে দিবসের কর্মসূচীতে গরমে শ্রমিকের মৃত্যু
ছবি-যায়যায়দিন

পলাশবাড়ীতে মে দিবসের কর্মসূচীতে এসে তীব্র গরমে অসুস্থ্য হয়ে সাজু মিয়া (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১ মে) দুপুর দেড়টার দিকে সদরের উপজেলা পরিষদ গেইট এলাকায় এ ঘটনা ঘটে।

সাজু মিয়া উপজেলার বেতকাপা ইউনিয়নের ছোট বোনের পাড়া গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।

বেতকাপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা জানান, সাজু মিয়া চালকের সহকারি (হেলপার) ছিলেন। তিনি গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোম্যাক্স শ্রমিক ইউনিয়নের একজন সদস্য।

গতকাল সকাল ১০ টায় মে দিবস উপলক্ষে সংগঠন আয়োজিত র‍্যালীতে অংশ নেন সাজু। র‍্যালী শেষে উপজেলা পরিষদ টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখান থেকে বের হয়ে পরিষদের গেইটের সামনে এসে তিনি অসুস্থ্য হলে হাসপাতালে নেবার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

বিকেলে নিহতের মরদেহ বাড়িতে পৌঁছেছে বলেও জানান তিনি।

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আনিসুর রহমান বলেন, তীব্রগরমে হিটস্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে