নড়াইলে পুলিশ প্রিমিয়ার লীগ-২০২৪ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন মাঠে উদ্বোধনের মধ্যে দিয়ে শুরু হয় খেলা। খেলায় আলফা ওয়ান,টু,থ্রী ও ফোর এ চারটি দলের অংশগ্রহণে খেলা অনুষ্ঠিত হবে বলে জানান সার্জেন্ট রজব আলী ।
পুলিশ লাইন মাঠে শুক্রবার বিকালে পুলিশ প্রিমিয়ার লীগে উদ্বোধন করেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস মোঃ তারেক আল মেহেদী,এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহমুদ তুফান, আর আই, পুলিশ লাইন মোঃ আবুল হোসেন শেখ,প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আল আমিন, সাংবাদিক নুরুন্নবী সামদানী।
উদ্বোধনকালে অতিরিক্ত পুলিশ সুপার মো: তারেক আল মেহেদী বলেন পুলিশ সদস্যদের সরকারী দায়িত্ব সুষ্ঠু ও সুন্দরভাবে পালনের পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতির মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখার প্রতি বিশেষভাবে গুরুত্বারোপ করা হচ্ছে । যাতে করে পুলিশ সদস্যরা তার নিজের উপর অর্পিত দায়িত্ব ভালভাবে পালনে মনোনিবেশ করতে পারে।
পুলিশের পেশাগত দায়িত্বের পাশাপাশি পুলিশ সুপার মোহা: মেহেদী হাসান স্যারের সার্বিক নির্দেশনায় আমরা এ ক্রিকেট প্রিমিয়ার লীগের আয়োজন করেছি। এখানে আমরা পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে ৪টি টিম গঠন করে এ খেলার আয়োজন করেছি। এ ধরনের আয়োজনে সকলের ভেতর একটা উৎসবের আমেজ বিরাজ করছে । এ প্রিমিয়ার লীগ আগামী ১৭মে শুক্রবার বিকাল ৪ টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
যাযাদি/ এসএম