জামালপুরের বকশীগঞ্জে মাদক, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্য বিবাহ, অশ্লীলতা, সন্ত্রাস এবং জঙ্গিবাদ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বকশীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে শুক্রবার (১৭ মে) বিকাল ৪ টায় পৌর শহরের এনএম উচ্চ বিদ্যালয় মাঠে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।
মতবিনিময় সভায় সামাজিক অবক্ষয় রোধ, মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষা, সামাজিক অস্থিরতা দূর করা, জুয়া খেলা রোধ করা, বাল্য বিবাহ ও নারী নির্যাতন বন্ধ করতে সামাজিক আন্দোলন সৃষ্টি করা, ৯৯৯ এর মাধ্যমে সেবা গ্রহণ করা, বিট পুলিশিং কার্যক্রম জোরদার করা ও জঙ্গীবাদ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির বিষয়ে আলোচনা করা হয়।
এসময় পুলিশ সুপার মো. কামরুজ্জামান আলোচ্য বিষয় গুলোর ওপর আলোচনা করে অপরাধ নির্মূলে সকলের সহযোগিতা কামনা করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী, ইমাম ও সুধীজন উপস্থিত ছিলেন।
যাযাদি/এসএস