সোমবার, ০৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১

কুমিল্লায় একঘণ্টায় ১ ভোট

স্টাফ রিপোর্টার কুমিল্লা
  ২১ মে ২০২৪, ১০:৩৮
ছবি-যায়যায়দিন

দ্বিতীয় ধাপে আজ মঙ্গলবার সকাল ৮টায় শুরু হয়েছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এদিন সকাল ৯টায় উপজেলার মুরাদ কালিকাপুর আদর্শ ইসলামিয়া দাখিল মাদরাসা কেন্দ্রে গিয়ে দেখা গেছে, একটি বুথে এক ঘণ্টায় ১ ভোট পড়েছে। ওই কেন্দ্রের ৫ নম্বর বুথে ভোট দেন এক ভোটার।

সকাল ৯টা ১০ মিনিটে ওই বুথে দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নাজমুল হুদা জানান, সকাল ৮টায় ভোট ভোটগ্রহণ শুরু হলেও ৯টা ১০ মিনিট পর্যন্ত একটি ভোট পড়েছে। এই বুথে মোট ৩০০ ভোটার রয়েছে। ৫ নম্বর বুথে বিভিন্ন প্রার্থীদের এজেন্ট রয়েছে ৬ জন।

ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৪৭০ জন।

এর মধ্যে নারী ভোটার ১ হাজার ২০২ জন এবং পুরুষ ভোটার ১ হাজার ২৬৮ জন। এখানে মোট ৭টি বুথে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে ৫ নম্বর বুথে প্রথম ঘণ্টায় একটি ভোট পড়েছে। ওই বুথটি মহিলা ভোটারদের।নারী ভোটাররা ধীরে ধীরে কেন্দ্রে আসছেন। তবে ভোটের পরিবেশ অত্যান্ত সুন্দর ও সুষ্ঠু।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে