বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ঠাকুরগাঁওয়ে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ চলছে 

ঠাকুরগাঁও প্রতিনিধি
  ২১ মে ২০২৪, ১১:২২
ঠাকুরগাঁওয়ে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ চলছে 
ছবি: যায়যায়দিন

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে ঠাকুরগাঁও সদর ও রাণীশংকৈল এই ২ উপজেলায় আজ মঙ্গলবার ষষ্ঠ উপজেলা নির্বাচনে ঠাকুরগাঁওয়ের দুইটি উপজেলায় প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে এই ২ উপজেলার মোট ২৫১ কেন্দ্রের ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকাল ৪ টা পর্যন্ত। সদর উপজেলায় এবার চেয়ারম্যান পদে চার, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩জন এবং মহিলা ভাইস চেয়াম্যান পদে ২জনসহ মোট ৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

দীর্ঘ তীব্র তাপদাহের পরে আজ সকালে বৃষ্টি হওয়ায় ভোটার উপস্থিতি কোথাও কোথাও ভালোই দেখা গেলেও কোনো কোনো কেন্দ্রে ভোটার খুবই কম দেখা গেছে।

২য় ধাপে সদর উপজেলা নির্বাচনে ১৮৫টি ভোট কেন্দ্র ও ১৪৫৩ টি বুথে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ১৭৫ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৪৪ হাজার ৯০৩, নারী ২ লাখ ৪২ হাজার ২৬৮ ও হিজরা ৪ জন।

রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন চেয়ারম্যান প্রার্থী, পাঁচ ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং চার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী।

একটি পৌরসভা ও ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে ৬৬ টি ভোটকেন্দ্রে মোট ভোটার রয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩ শত ৯১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯৪ হাজার ২ শত ৮১ জন ও মহিলা ভোটার ৮৯ হাজার ১ শত ১০ জন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে