বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

কেশবপুর পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরে বাজেট ঘোষণা

কেশবপুর (যশোর) প্রতিনিধি
  ৩০ মে ২০২৪, ১৭:৫৩
কেশবপুর পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরে বাজেট ঘোষণা
ছবি-যায়যায়দিন

যশোরের কেশবপুর পৌরসভায় ২০২৪-২৫ অর্থ বছরের জন্য ৬৩ কোটি ৩৮ লক্ষ ৬৭ হাজার টাকার উন্মুক্ত বাজেট বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে পৌর সভার সভাকক্ষে অনুষ্ঠিত বাজেট সভায় পৌরসভার মেয়র মোঃ রফিকুল ইসলাম মোড়ল প্রস্তাবিত এই বাজেট উপস্থাপন করেন।

বাজেটে রাজস্ব আয় দেখানো হয়েছে ৮ কোটি ১০ লক্ষ ১৭ হাজা টাকা। ওই একই খাতে ব্যয় দেখানো হয়েছে ৭ কোটি ৭৭ লক্ষ ৬৫ হাজার টাকা।

এ ছাড়া রাজস্ব টাকায় উন্নয়ন ব্যয় দেখানো হয়েছে ২৫ লক্ষ টাকা। এখানে উদ্ধৃত্ত দেখানো হয়েছে ৭ লক্ষ ৫২ হাজার টাকা। উক্ত বাজেটে উন্নয়ন আয় দেখানো হয়েছে ১ কোটি ৩৩ লক্ষ ৫০ হাজার টাকা। ওই খাতে ব্যয় দেখানো হয়েছে ১ কোটি ২৮ লক্ষ ৬০ হাজার টাকা। এখানে উদ্ধৃত্ত দেখানো হয়েছে ৪ লক্ষ ৯০ হাজার টাকা।

বিশেষ প্রকল্প থেকে আয় দেখানো হয়েছে ৫৪ কোটি ২০ লক্ষ টাকা। ওই প্রকল্পে ব্যয় দেখানো হয়েছে ৫১ কোটি টাকা। এখানে উদ্ধৃত্ত দেখানো হয়েছে ৩ কোটি ২০ লক্ষ টাকা।

প্রস্তাবিত বাজেট সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, ব্যবসায়ী নাসির উদ্দিন গাজী, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, পৌরসভার কাউন্সিলর মনোয়ার হোসেন, ইবাদত সিদ্দিক বিপুল, আফজাল হোসেন বাবু, বিশ্বাস শহিদুজ্জামান, জি এম কবির হোসেন, কামাল খান, খাদিজা খাতুন, আছিয়া খাতুন প্রমুখ। এছাড়া ডাক্তার, সাংবাদিক, এনজিও কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার সচেতন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে