বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

নির্যাতনের শিকার প্রবাসী গফুর ভুঁইয়া হত্যার মামলা নিতে আদালতের নির্দেশ

ফেনী প্রতিনিধি
  ০৩ জুন ২০২৪, ১২:৪৯
নির্যাতনের শিকার প্রবাসী গফুর ভুঁইয়া হত্যার মামলা নিতে আদালতের নির্দেশ
ছবি: যায়যায়দিন

দাগনভুইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবদীন মামুন এর বিরুদ্ধে হত্যা মামলার আদেশ আদালতের। দাগনভূইয়া পৌর শহরের হাসপাতাল রোডে বহুতল ভবন ভূঞা ম্যানশন দখলের তান্ডবে গৃহকর্তা আব্দুল গফুর ভূঁঞার মৃত্যুর ঘটনায় হত্যা মামলার আদেশ দিয়েছে আদালত।

এই মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপুর ইউনিয়ন চেয়ারম্যান জয়নাল আবেদীন মামুনকে প্রধান আসামি করার জন্য বলা হয়েছে।

রোববার দাগনভূঞা আমলী আদালতে বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা লোকমান এই আদেশ দেন। ওই মামলায় আরো ৬ জনকে আসামি করতে নির্দেশ দেয়া হয়।

প্রসঙ্গত, গত ২৯ মে দাগনভুইয়া হাসপাতাল রোডে ভুইয়া ম্যানশনের মালিক প্রবাসী আব্দুল গফুর ভুঁইয়াকে জয়নাল আবেদীন মামুনের লোকজন বেদম মারধর করে ৫ম তলা বাসার ভাড়াটিয়া ও মালিকের লোকজনকে পিটিয়ে বের করে তালা লাগিয়ে দিয়ে, গ্যাস, বিদ্যুৎ, পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ১ জুনে অসুস্থ রোগী গফুরকে অবস্থার অবনতি ঘটায় ঢাকায় চিকিৎসার জন্য নেয়া হলে তার মৃত্যু হয়।

তার স্বজনরা জানায়, গফুর ভুঁইয়াকে মামুনের লোকজন বেদম মারধর করে নির্যাতন শেষে মারা যান তিনি। এ ঘটনায় আদালতে মামলা থাকা অবস্থায় একটি বহুতল ভবনের মালিকানা দাবি করে হামলা ও ভাঙচুর চালায়। যাহা সম্পূর্ণ বেআইনি বলে এলাকার মানুষ জানায়। সরকারি দলের নাম ভাঙ্গিয়ে জযনাল আবেদিন মামুন বিভিন্ন অপকর্মের কাহিনী সৃষ্টি করে চলেছে। তার নামে বেনামে কোটি কোটি টাকার সম্পদ রয়েছে । যাহা দুদক সহ গোয়েন্দা সংস্থার নজরদারি ও তদন্তের মাধ্যমে সঠিক তথ্য বের করা দরকার বলে মনে করেন ভুক্তভোগীরা।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে