দক্ষিণবঙ্গের তথা ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত আলেম নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব হযরতুল আল্লামা মুফতী আশরাফ আলী দামাত বারাকাতুহুম সাহেব গুরুতর অসুস্থ হয়ে খুলনায় সিটি হাসপাতালে আজ ভোর রাতে ৩টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে মরহুমের বয়স ছিল ১১৬ বৎসর। তিনি স্ত্রী ৭ জন ছেলে ও ৩ জন মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী রেখে গেছন। ছাত্র জীবনে মরহুম আশরাফ আলী সাহেব ভারতের দেওয়াবাগ ও বাংলাদেশের গহরডাঙ্গা মাদ্রাসায় অনেক বড় বড় আলেমদের কাছ থেকে শিক্ষাগ্রহণ করেন। তার মৃত্যুতে নড়াইল আলেমসহ সাধারণ মহলে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার বেলা ৩টায় মরহুমের গ্রামের বাড়ি নড়াইলের কালিয়ার জামরিলডাঙ্গায় মরহুমেন দাফন কার্য সম্পন্ন হবে।
যাযাদি/ এসএম