বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

চরভদ্রাসনে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
  ০৮ জুন ২০২৪, ১৪:০২
চরভদ্রাসনে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন
ছবি-যায়যায়দিন

ফরিদপুরের চরভদ্রাসনে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা এগারোটার দিকে নানা আয়োজনের মধ্য দিয়ে এ সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কেক কাটা, বেলুন উড়ানো ও বর্ণাঢ্য র‌্যালী এর মধ্যে বিশেষ ভাবে উল্লেখযোগ্য।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার আলী মোল্যা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম, সহকারী কমিশনার(ভূমি) শাহনাজ পারভীন বীথি, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় জন সাধারন।

সহকারী কমিশনার(ভূমি) এর কর্যালয় সূত্রে জানা যায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে অনলাইনে চান্দিনা ভিটি নবায়ন কার্যক্রম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিবাবকদের সাথে ভূমি সংক্রান্ত বিষয়ে উন্মুক্ত আলোচনা, কুইজ প্রতিযোগীতা, স্মার্ট ভূমি সেবা বিষয়ক অবহিত করন সভা, ভুমি সংক্রান্ত সমস্যা নিয়ে গণশুনানী, চর হরিরামপুর ইউনিয়নে স্পট মিউটেশন, ভূমি সংক্রান্ত কর্মশালা সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। আগামী ১৪ জুন সমাপনী অনুষ্ঠান ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠিত হবে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে