বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

পলাশবাড়ীতে চাষীদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
  ১০ জুন ২০২৪, ১৯:২৫
পলাশবাড়ীতে চাষীদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ
ছবি যাযাদি

গাইবান্ধার পলাশবাড়ীতে ১৪০ জন প্রান্তিক চাষীর মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার (১০ জুন) দুপুরে পলাশবাড়ী উপজেলা কৃষি অফিস থেকে এসব সার-বিজ বিতরণ করা হয়।

প্রত্যেক চাষী পেয়েছেন ১ কেজি পেয়াজ বীজ, ২০ কেজি ডিএপি ও ২০ কেজি এমওপি সার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান, ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন প্রমুৃখ।

পলাশবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা কাওসার মিশু জানান, সরকারি কৃষি প্রণোদনার অংশ হিসেবে এসব সার-বিজ বিতরণ করা হয়।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে