বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

গাইবান্ধা পৌরসভার সড়কগুলো সংস্কারের অভাবে খানাখন্দে ভরা

গাইবান্ধা প্রতিনিধি
  ১৫ জুন ২০২৪, ১২:২৯
গাইবান্ধা পৌরসভার সড়কগুলো সংস্কারের অভাবে খানাখন্দে ভরা
ছবি-যায়যায়দিন

গাইবান্ধা পৌরসভা কার্যালয় হতে অনতিদূরে শাহ্ আব্দুল হামিদ স্টেডিয়াম বা পৌর গোরস্থান সংলগ্ন সড়কসহ পৌরসভার পলাশপাড়া, পশ্চিমপাড়া, ডেভিড কোং পাড়া, পূর্বপাড়া, আদর্শপাড়া, ধানঘড়া, ব্রীজ রোড, থানা পাড়া, কলেজপাড়ার রাস্তাগুলো সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে। বিশেষ করে গোরস্থান সংলগ্ন সড়কটি একটি জনবহুল ও গুরুত্বপূর্ণ। সড়কের এক পাশে পিচ উঠে গিয়ে খানাখন্দে ভরে গেছে। কোথাও কোথাও পানি জমে আছে।

সরেজমিনে দেখা যায়, সড়কটি গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়, সরকারি বালিকা বিদ্যালয়, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার, এসএসকে হাসপাতাল, জিইউকে হাসপাতাল, পালস্ ক্লিনিক, ঔষধের দোকান, প্রসূতি চিকিৎসার ভরসা মাতৃসদন, প্রাইমারি স্কুল, মদিনা মার্কেট, ট্রান্সপোর্ট এজেন্সি, অসংখ্য ব্যবসায়িক প্রতিষ্ঠান, মানুষের শেষ ঠিকানা পৌর গোরস্থান এবং উপজেলা পরিষদে যাওয়ার জন্যও এই সড়কটি ব্যবহার করা হয়। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের অভাবে পথচারীসহ নানা শ্রেণি পেশার মানুষ জনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষাকালে সড়কে হাঁটু পর্যন্ত পানি জমে থাকায় স্কুলগামী শিক্ষার্থীদের প্রায়ই ভিজে যেতে হয়। তাদের ইউনিফর্ম ভিজে যাওয়ার অভিযোগ রয়েছে। এমনকি মরদেহ দাফনের জন্য গোরস্থানে আসা মুসল্লিদেরও কষ্ট পোহাতে হয়।

শুষ্ক মৌসুমেও প্রসূতি মায়েরা মাতৃসদনে যাওয়ার পথে খানাখন্দর ও গর্ভে ভরা সড়ক দিয়ে যাওয়ার পথে অসহনীয় ঝাঁকুনি পোহাতে হয়। এমনকি সুস্থ স্বাভাবিক পথচারীরা রিকশা বা গাড়িতে যাওয়ার সময় পেটে ব্যথা অনুভব করে।

মদিনা মার্কেটের ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, এই সড়ক দিয়ে যারা চলাচল করেন তাদের অনেকেই অভিযোগ করলেও সংস্কার হচ্ছে না সড়কটি। দ্রুত সড়কটি সংস্কারের দাবী জানান তারা।

অ্যাডভোকেট শাহনেওয়াজ খান জানান, দীর্ঘদিন যাবৎ সড়কটির সংস্কার কাজ চোখে পড়েনি। জনস্বার্থে এবং জনদুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ সড়কটির দিকে পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণসহ দ্রুত সংস্কারের দাবী জানান।

এ বিষয়ে পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর রকিবুল হাসান সুমন বলেন, অর্থনৈতিক সংকটের কারণে আমরা রাস্তা সংস্কারের কাজগুলো করতে পারছি না।

মেয়র মতলুবর রহমান জানান, অতি দ্রুততম সময়ে সংস্কার কাজগুলো সমাপ্ত করবো।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে