নড়াইলে বিএমইটি এবং বিআরডিবি’র অধিনে বাস্তবায়নাধীন জেলার ” দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা (ইরেসপো) ২য় পর্যায় (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের যৌথ উদ্ব্যেগে পরিচালিত ৩০ দিন মেয়াদি সেলাই এমব্রযারী কোর্সেও সনদপত্র ও সেলাইমেশিন বিতরণ অনষ্ঠান সপন্ন হয়েছে।
শুক্রবার নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিনা মূল্যে ৪০জন দরিদ্র মহিলাদের মাঝে এ সেলাইমেশিন,আর্থিক অনুদানের চেক ও সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি)র অধ্যক্ষ প্রকৌশলী আবুল বাসার আল মামুনের সভাপত্বিতে আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি ও জেলার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুন্ডু, বিআরডিরি উপ পরিচালক ও কোর্স পরিচালক সুজিত কুমার বিশ্বাস,নড়াইল প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আল আমিন।
এছাড়া অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিটিসির কম্পিটারের ইনস্টেক্টর প্রবীর কুমার মন্ডল, সেলাই প্রশিক্ষক মোঃ আশরাফ হোসেন, মোঃ শামীম মীনাসহ প্রমুখ। আলোচনার শেষে জেলা প্রশাসক প্রশিক্ষণার্থী মহিলাদের কাজের গুনগত মান সহ তাদের তৈরী বিভিন্ন রকমারি পোষাক দেখেন। এবং সকলের মাঝে সেলাই মেশিন তুলে দেন।
সেলাই মেশিন বিতরনকালে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরি বলেন,বর্তমান সরকার নারীদের আত্ম কর্মসংস্থানের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছেন তাহার মধ্যে এ জাতীয় প্রকল্পগুলি নারীদের অগ্রযাত্রায় এবং আত্মনির্ভরশীল হিসাবে সমাজে মাথা উচু কওে চলার একটি অনন্য পদক্ষেপ।
উল্লেখ্য,নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির সার্বিক তত্ত্বাবধানে নড়াইল জেলার ৪০ জন বিআরডিবির সদস্যদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন সহ যাতায়ত ভাতা প্রদান থাকা খাওয়ার সুবিধা প্রদান করা হয়।
যাযাদি/ এসএম