বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

নড়াইলে এ্যপোলো ডায়গনেস্টিক সেন্টারে লেজারের মাধ্যমে মলদ্বারের অপারেশন সফলভাবে সম্পন্ন

স্টাফ রিপোর্টার,নড়াইল
  ১৫ জুন ২০২৪, ১৫:১৪
নড়াইলে এ্যপোলো ডায়গনেস্টিক সেন্টারে লেজারের মাধ্যমে মলদ্বারের অপারেশন সফলভাবে সম্পন্ন
ছবি-যায়যায়দিন

চিকিৎসার এক নতুন দিগন্ত উন্মোচন হলো নড়াইলে। প্রথম নড়াইল সদরে লেজারের মাধ্যমে মলদ্বারের অপারেশন সফলভাবে সম্পন্ন হয় ১০ মে ।তারপর থেকে ধারাবাহিকভাবে অপারেশন হচ্ছে। অপারেশন টিমের নেতৃত্ব দেন ঢাকা থেকে বিএসএমএমইউ পিজি হাসপাতালের চিকিৎসক ডা. মিলন কুমার সাহা। তারপর থেকে প্রতি শুক্রবার নিয়মিত ঢাকার চিকিৎসকগণ নিয়ে অপারেশন সম্পন্ন করছেন।

এখন থেকে মলদ্বারের হিমোরয়েড (পাইলস্), ফিস্টুলা, ফিশার-এর রোগের উপসর্গ নিয়ে কেউ কষ্ট পাবে না। তাই এমন পরিকল্পনা নিয়ে প্রতি শুক্রবার নড়াইল শহরেই লেজারের মাধ্যমে অপারেশন করার সুযোগ পাচ্ছেন । শুধু মাত্র প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নড়াইল সদর হাসপাতালের পাশে নড়াইল এ‍্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে ।

উল্লেখ্য, ডা. মিলন কুমার সাহা,এমবিবিএস, বিসিএস(স্বাস্থ্য), এফসিপিএস(সার্জারী), কনসালটেন্ট (সার্জারী) এসোসিয়েট ফেলো (আমেরিকান কলেজ অব্ সার্জন) এমএস (থিসিস), বিএসএমএমইউ (পিজি হাসপাতাল), ঢাকাতে বেশ সুনামের সাথে এই চিকিৎসা প্রদান করছেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে