ফরিদপুরের চরভদ্রাসনে কোটা বিরোধী আন্দোলনের বিপক্ষে প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে উপজেলার মুক্তিযোদ্ধা ও তার সন্তানেরা ।
মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে বিকেল চারটার দিকে প্রতিবাদ সভা করে প্রতিবাদ মিছিল করেন তারা । পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম এর নিকট স্মারকলিপি প্রদান করেন তারা।
সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, মোঃ ফখরুজ্জামান, মোঃ ইসহাক মিয়া ও মুক্তিযোদ্ধার সন্তান রাসেলুজ্জামান।
তারা কোটা বিরোধী আন্দোলনে প্রধানমন্ত্রী কে নিয়ে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ স্লোগান, কোটা বিরোধী আন্দোলন বন্ধ করা সহ সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান । পাশাপাশি তারা মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবি জানান।
এসময় বীর মুক্তিযোদ্ধাগণ এবং তাদের স্ত্রী পুত্র ও কন্যা সন্তানেরা উপস্থিত ছিলেন।
যাযাদি/ এম