কোটাবিরোধী আন্দোলনকে ঘিরে হত্যাকান্ড ও শিক্ষার্থীদের ওপর নির্যাতনের প্রতিবাদ জানিয়েছেন যশোরের সাংস্কৃতিক কর্মী ও আইনজীবীরা।
বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে প্রেসক্লাব যশোরের সামনের ফুটপাতে দাঁড়িয়ে গান গেয়ে প্রতিবাদী সমাবেশ করেন সাংস্কৃতিক কর্মীরা। দুপুরে মানববন্ধন করে বিক্ষোভ প্রদর্শন করেন আইনজীবীরা।
বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যশোর জেলা শাখার আয়োজনে এ প্রতিবাদী সমাবেশে অংশ নেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জেলা শিল্পকলা একাডেমির নেতৃবৃন্দ। সমাবেশে কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনে ছাত্র-জনতার উপর গুলিবর্ষণ, হত্যা এবং রাষ্ট্রীয় স্থাপনায় নাশকতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এ সময় ‘শাস্তি চাই, শাস্তি চাই - হত্যাকারীদের বিচার চাই’ এমন একাধিক গান গেয়ে প্রতিবাদ জানান সাংস্কৃতিক কর্মীরা।
প্রতিবাদী সমাবেশে বক্তব্য রাখেন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, উদীচী যশোর জেলা শাখার সহ-সভাপতি অ্যাড. আমিনুর রহমান হীরু, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব প্রমুখ।
উদীচী যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব বলেন, সম্প্রতি কোটা আন্দোলনকে ঘিরে দেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, কোটা আন্দোলনকে নিবৃত করতে সাধারণ শিক্ষার্থী ও জনতার ওপর যে গুলিবর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছে তার প্রতিবাদ জানাতে এবং এসকল হত্যাকান্ডের বিচারের দাবিতে আজকে আমরা প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করেছি। আমরা মনে করি যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা শিক্ষার্থীদের এ আন্দোলন নিবৃত করতে ছাত্র জনতার ওপর ঢালাওভাবে নির্যাতন চালিয়েছে। আমরা অবিলম্বে এই হত্যাকান্ডের বিচার চাই। এবং যেসকল শিক্ষার্থীকে আটক করা হয়েছে তাদের অবিলম্বে মুক্তি চাই।
উদীচী যশোরের সহ-সভাপতি আমিনুর রহমান হীরু বলেন, আজকে এ প্রতিবাদ সমাবেশের মধ্যে দিয়ে সরকারকে বলতে চাই এ কোটা আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের ওপর যে নির্যাতন করা হয়েছে, যাদের হত্যা করা হয়েছে এই হত্যাকান্ডের আমরা অবিলম্বে বিচার চাই। একইসাথে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তি চাই। সাধারণ ছাত্র-জনতার ওপর যে হত্যাকান্ড চালানো হয়েছে এর দায় সরকারও এড়িয়ে যেতে পারে না, এর দায় সরকারকেই নিতে হবে এবং হত্যাকান্ডের সাথে জড়িত সকলকে বিচারের আওতায় আনতে হবে।
এদিকে দেশে গণহত্যা ও প্রক্যাশে গুলিবর্ষণ বন্ধ করাসহ সম্প্রতি কোটা আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ ছাত্র-জনতার ওপর নির্যাতন ও হত্যার প্রতিবাদ জানিয়ে প্রতিবাদী সমাবেশ করেছেন যশোরের সাধারণ আইনজীবী ও মানবাধিকার কর্মীরা। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে আইনজীবীরা প্রতিবাদী ব্যানার নিয়ে জড়ো হন।
আইনজীবীরা শিক্ষার্থীদের আন্দোলনে আমরা সংহতি প্রকাশ করে অবিলম্বে তাদের নয় দফা দাবি মেনে নেওয়ার আহবান জানান এবং তাদের ওপর যে হত্যা নির্যাতন চালানো হয়েছে তার উপযুক্ত বিচারের দাবি জানান। বক্তব্য দেন, আইনজীবী রুহিন বালুচ, আবু মুরাদ, জুলফিকার আলী জুলু, আসাদুল লতা, মোস্তফা কামাল মিন্টু প্রমুখ।
যাযাদি/ এম