বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

আবদুস সালাম পিন্টুর মুক্তির দাবিতে অষ্টগ্রামে বিএনপির মানববন্ধন

মন্তোষ চক্রবর্তী (হাওরাঞ্চল) থেকে
  ১৬ আগস্ট ২০২৪, ১৬:৪৬
আপডেট  : ১৬ আগস্ট ২০২৪, ১৭:১২
আবদুস সালাম পিন্টুর মুক্তির দাবিতে অষ্টগ্রামে বিএনপির মানববন্ধন
ছবি : যায়যায়দিন

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম পিন্টুর নিঃশর্ত মুক্তি দাবিতে অষ্টগ্রাম উপজেলা বিএনপির আয়োজনে মানববন্ধন করেছে।

শুক্রবার (১৬ আগস্ট) উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করছে।

মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল। মানববন্ধনে এই সময় বক্তৃতা করেন এবং উপস্থিতিদের মধ্যে ছিলেন উপজেলার সাবেক আহবায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুল হক নজরুল, সাংগঠনিক সম্পাদক এস এম শাহীন, বিএনপির বিএনপির দপ্তর সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন হালিম, উপজেলা কৃষক দলের সভাপতি মো. ইউনুস আলী, উপজেলা যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন আনা সদস্য সচিব মো. আলী রহমান উপজেলা স্বেচ্চাসেবক দলের আহবায়ক মো. জুয়েল মিয়া সদস্য সচিব জুবায়ের হাসান ইয়ামিন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আল মাহমুদ মোস্তাক ও যুগ্ম সম্পাদক তফসির প্রমুখ।

এই সময় উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এই সময় বক্তৃতারা তাদের বক্তব্যে মাধ্যমে তারেক রহমান এর বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানান তারা।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে