বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

মানিকগঞ্জে সম্প্রীতি পদযাত্রা এবং খালেদা জিয়ার শারীরিক সুস্থতায় দোয়া মাহফিল

মানিকগঞ্জ প্রতিনিধি
  ১৭ আগস্ট ২০২৪, ১৪:৩৮
মানিকগঞ্জে সম্প্রীতি পদযাত্রা এবং খালেদা জিয়ার শারীরিক সুস্থতায় দোয়া মাহফিল
ছবি : যায়যায়দিন

বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ, খ্রিষ্ট্রান কল্যাণ ফ্রন্ট মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে সম্প্রীতি পদযাত্রা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বেলা ১১ টায় পদযাত্রাটি শহর পদক্ষিণ শেষে রফিক চত্বরে গিয়ে সমাবেশ করে। বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ, খ্রিষ্ট্রান কল্যাণ ফ্রন্ট মানিকগঞ্জ জেলা শাখার আহবায়ক রঞ্জিত কুমারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদস্য সচিব গৌরাঙ্গ সরকার, বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ, খ্রিষ্ট্রান কল্যাণ ফ্রন্ট নেতা সত্যেন কান্ত পন্ডিত ভজন,বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ, খ্রিষ্ট্রান কল্যাণ ফ্রন্ট নেতা মৃদুল কান্তি প্রমুখ।

সমাবেশে রঞ্জিত কুমার বলেন, ধর্ম যার যার বাংলাদেশ সবার। মানিকগঞ্জে সংখ্যালঘু কিংবা মন্দির ভাংচুরের অভিযোগ তোলা হয়েছে সেগুলো গুজব ছাড়া কিছু নয়। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে এক শ্রেনীর সুবিধাভোগীরা অপপ্রচার চালাচ্ছেন।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারিরিক সুস্থ্যতা ও জন্ম বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১২টায় মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল সদর হাসপাতালের অডিটোরিয়ামে নার্সেস এসোসিয়েশনের উদ্যোগে কর্মসুচী পালন করা হয়।

এ সময় ডা. আরিফ হোসেন,ডা.শহিদুল আজম,ডা. জিয়াউর রহমান, সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস, নার্স সুপারভাইজার আনিছুর রহমান ভূইয়া ও সিনিয়র নার্স শাহিনুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার শারিরিক সুস্থ্যতা ও ৮০তম জন্ম বার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে