বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

দুই মামলায় সাবেক রাষ্ট্রপতির ভাই-বোন ও ভাজিতাসহ পৌনে দুইশতাধিক আসামি

হাওরাঞ্চল প্রতিনিধি
  ২০ আগস্ট ২০২৪, ১২:১৫
দুই মামলায় সাবেক রাষ্ট্রপতির ভাই-বোন ও ভাজিতাসহ পৌনে দুইশতাধিক আসামি
ছবি: যায়যায়দিন

কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত মিঠামইনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় মিছিলে হামলার ঘটনায় থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। মামলা দুটিতে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই অধ্যক্ষ আবদুল হক নূরু,বোন উপজেলা চেয়ারম্যান আছিয়া আলম,ভাতিজা হানিফ কামাল, শরীফ কামাল ও তারেক কামালসহ পরিবারের আরও বেশ কয়েকজন সদস্যসহ প্রায় পৌনে দুশতাধিক লোক আসামি করা হয়েছে।

এরমধ্যে একটি মামলায় সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট বোন মিঠামইন উপজেলা পরিষদ চেয়ারম্যান আছিয়া আলমকে প্রধান আসামি করা হয়েছে।

হামলা ও মারপিটে আহত মিঠামইন উপজেলা যুবদলের আহ্বায়ক ইমরান হোসেন জেরী নৌশাদ বাদী হয়ে দায়ের করা। এ মামলায় সাবেক রাষ্ট্রপতির ছোট ভাই অধ্যক্ষ আবদুল হক নূরু এবং ভাতিজা মিঠামইন সদর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট শরীফ কামাল, ভাতিজা হানিফ কামাল ও তারেক কামালসহ মোট ৪৭ জনের নামউল্লেখসহ অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামি করা হয়েছে।

এ ছাড়া ভাঙচুর হওয়া উপজেলা সদরের পাঁচফোড়ন রেস্টুরেন্টের ফারহান সিকদার পরাগ বাদী হয়ে অপর মামলাটি দায়ের করেছেন। এ মামলায় সাবেক রাষ্ট্রপতি ভাতিজা মিঠামইন সদর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট শরীফ কামালকে প্রধান আসামি করা হয়েছে। মামলাটিতে সাবেক রাষ্ট্রপতি ছোট ভাই অধ্যক্ষ আবদুল হক নূরু, ভাতিজা হানিফ কামাল ও তারেক কামালসহ মোট ৪৫ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ৩০/৪০ জনকে আসামি করা হয়েছে। মিঠামইন থানার ওসি মোহাম্মদ আহসান হাবীব মামলা দু’টি দায়েরের তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ৫ আগস্ট সরকার পতনের পর পর বিকালের দিকে মিঠামইন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বৈষম্যবিরোধী ছাত্র-জনতা উপজেলা সদরে বিজয় মিছিল বের করেন। মিছিলটি মিঠামইন বাজারের দিকে পৌঁছামাত্র মিঠামইন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে হামলা চালান। এ সময় বিজয় মিছিলকারীদের তারা এলোপাথাড়ি মারপিট ও ককটেলের বিস্ফোরণ ঘটান।

এতে মিঠামইন উপজেলা যুবদলের আহ্বায়ক ইমরান হোসেন জেরী নৌশাদসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। এ ঘটনায় ইমরান হোসেন জেরী নৌশাদ বাদী হয়ে গত শুক্রবার মিঠামইন থানায় মামলা দায়ের করেন।

অন্যদিকে একইদিন বিকাল পৌনে ৬টার দিকে মিঠামইন নতুন কাঠ বাজার সংলগ্ন পাঁচফোড়ন রেস্টুরেন্টের সামনে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালিয়ে মারপিট ও ককটেলের বিস্ফোরণ ঘটান। এ সময় পাঁচফোড়ন রেস্টুরেন্টটিও ভাঙচুর করা হয়। এ ঘটনায় রেস্টুরেন্ট মালিক ফারহান সিকদার পরাগ বাদী হয়ে শনিবার মিঠামইন থানায় মামলা দায়ের করেন। এই বিষয়ে সহকারী পুলিশ সুপার (অষ্টগ্রাম সার্কেল) সামুয়েল সাংমা জানান, মামলা দায়েরের পর পুলিশ আসামিদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে