বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সাটুরিয়ায় কৃতি শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
  ২৭ আগস্ট ২০২৪, ১৫:৪৯
সাটুরিয়ায় কৃতি শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
ছবি: যায়যায়দিন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কৃতি শিক্ষার্থীদের মাঝে মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার পরিষদ চত্বরে সাইকেল বিতরণ করা হয়েছে। সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শান্তা রহমান উপজেলার ৯টি ইউনিয়নের ৯টি বিদ্যালয় থেকে ৯জন শিক্ষার্থীর হাতে বাই সাইকেল তোলে দেন।

এ সময় তিনি সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার বলেন, তোমরা স্কুলে যাবার জন্য এই বাই সাইকেল দেওয়া হল। কেউ তোমাদের কটু কথা বললে আমাকে জানাবে। পড়াশুনার পাশা-পাশি খেলা ধূলা ও সামাজিক কাজে নিজেকে নিয়োজিত করতে হবে। পড়া শুনা করে এগিয়ে যাও, সমাজকে সামনে থেকে নেতৃত্ব দিতে নিজেকে সেইভাবে গড়তে হবে।

এসময় সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমদসহ শিক্ষার্থীদের অভিবাভক, শিক্ষক, জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাটুরিয়া উপজেলার ২০২৩-২০২৪ অর্থ বছরের এডিপির অর্থায়নে এ বাই সাইকেল বিতরণ করা হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে