বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

চরভদ্রাসনে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
  ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩৫
চরভদ্রাসনে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত
ছবি : যায়যায়দিন

ফরিদপুরের চরভদ্রাসনে শিক্ষার মান উন্নয়নে দশম শ্রেণীর ছাত্র-ছাত্রী ও অভিবাবকদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা এগারোটার দিকে চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ ফয়সল বিন করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার-ভাইজার মো. ইয়াহিয়া। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম।

এ সময় বক্তব্য রাখেন জেষ্ঠ সহকারী শিক্ষক নজরুল ইসলাম, অভিবাবক মো. আসলাম, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আবদুস সবুর কাজল। এছাড়া উক্ত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. লোকমান হোসেন, জেষ্ঠ শিক্ষক হাসানুজ্জামান, মো. শাহজাহান শিকদার সহ বিভিন্ন বিষয়ের শিক্ষক, অভিবাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক মো. এনামুল কাবির।

বক্তারা শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি, শিক্ষকদের আন্তরিকতার সাথে পাঠদান ও বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা করেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে