বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

চিতলমারীতে ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সভা অনুষ্ঠিত

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
  ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫৭
চিতলমারীতে ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সভা অনুষ্ঠিত
ছবি যাযাদি

বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় চিতলমারী উপজেলা পরিষদ হলরুমে এ সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য, খুলনা অঞ্চল টিমের অন্যতম সদস্য ও বাগেরহাট জেলা শাখার সাবেক আমীর অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চিতলমারী উপজেলা শাখার সভাপতি মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি শেখ মোঃ ইউনুস আলী, জেলা সেক্রেটারী বিপ্লব হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চিতলমারী শাখার আমীর গাজী মাওলানা মনিরুজ্জামান, নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা শিকদার আঃ আলী, সেক্রেটারী জেনারেল জাহিদুজামান নান্না, সাবেক উপজেলা আমীর মাওলানা নবীর উদ্দিন, ওলামা বিভাগ চিতলমারী শাখার সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ ফরাজী, ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার দপ্তর সম্পাদক আহম্মেদ আব্দুল্লাহ, বালাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা সদর থানা শাখার সাবেক সভাপতি এখলাচুর রহমান।

সভাটি পরিচালনা করেন চিতলমারী উপজেলা পেশাজীবি বিভাগের সভাপতি মোঃ আব্দুল কাদের মুন্সি।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে