কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বজ্রপাতে সাজিদ (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০১ অক্টোবর) দুপুরের দিকে মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের কামিরহাট গ্রামে এ ঘটনা ঘটেছে।
মৃত সাজিদ উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের কামিরহাট গ্রামের সিদ্দিকের ছেলে।
এ বিষয়ে ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে সাজিদ কামিরহাট বাজার থেকে সাইকেলে বাড়ি যাচ্ছিল। এ সময় বৃষ্টির মধ্যে বজ্রপাতে সাজিদ মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা সাজিদকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ বজ্রপাতে সাজিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
যাযাদি/এসএস